Thursday, January 24, 2019

NTRCA final result 2019

NTRCA final result 2019.
নিবন্ধন পরীক্ষার সর্বশেষ রেজাল্ট দেখতে নিচের লিংকে প্রবেশ করেন।
NTRCA final result 2019
__________________________

Monday, January 14, 2019

বেহুলার বাসর ঘর

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/x8JCsSC7Gec" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Wednesday, January 9, 2019

Create YouTube to facebook large thumbnail

Create YouTube to facebook large thumbnail ফেসবুকে বড় অাকারের ভিডিও থাম্বনেল দেখতে নিচের ওয়েবসাইট গুলো হতে তৈরি করে নিতে পারেন।
youtubetofb.com

Keywords research tool in bangla

Keywords research tool in bangla কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে অাপনার ব্যবসা বানিজ্যের প্রসার ঘটাতে পারেন অনলাইনে। এই টুলস অাপনার উৎপাদিত পণ্য সকলের কাছে অনলাইনে প্রদর্শন করতে সহায়তা করবে।
অনলাইন এ অনেক কিওয়ার্ড রিসার্চ টুল অাছে
যেমন-
youtube keywords research tool
Amazon keywords research tool
ebay.com keywords research tool
keywordtool.io

wordstream.com

Tuesday, January 8, 2019

Sirajganj Eco park bangabandhu bridge west

sirajganj eco park যমুনা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। এখানে অসংখ্য গাছপালা পশুপাখির সমাহার বিরাজমান। এখানে বাচচাদের অানন্দ দেওয়ার জন্য মিনি চিড়িয়াখানা স্থাপন করা হয়েছে। এখান থেকে যমুনা নদীর অপরুপ সৌন্দর্য অবলোকন করা যায়। এই পার্কের সাথেই বঙ্গবন্ধু যমুনা সেতুর স্থাপনা জড়িয়ে অাছে অাপনি খুব কাছে থেকে সেতুর নির্মানশৈলী দেখতে পাবেন।
BDinfo
NID or SMART card

kadai sishu park sirajganj

kadai sishu park সিরাজগঞ্জ এর কাদাই এলাকায় একটি সুন্দর মনোরম পরিবেশের শিশু পার্ক স্থাপন করা হয়েছে। এখানে বাচ্চাদের রাইডের উপযোগী অনেক খেলনা সামগ্রী স্থাপন করা হয়েছে। এখানে পরিবারের সবাইকে নিয়ে বিনোদন করার একটি সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে।

Search Engine Optimization in Bangladesh

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান 
(ইংরেজি: Search Engine Optimization) বা সংক্ষেপে এসইও (SEO) হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়। এসইও কোনো একক কাজ নয়, বরং বহুক্ষেত্রে বিভিন্ন ধরণের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি, বলা যায় সমন্বিত পদ্ধতি।

সাধারণত একটি সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলার বা সার্চ রোবট বা সার্চ স্পাইডার প্রায় সবসময় ওয়েবে থাকা একটি ওয়েবপেজ অন্য ওয়েবপেজে ও একই ভাবে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট ঘুরে বেড়ায়। এই রোবট বা স্পাইডা্র বা ক্রলার সমুহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিদির্ষ্ট শ্রেণীতে সজ্জিত করে এবং সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর খোজকৃত শব্দ বা শব্দগুচ্ছ অনুসারে সার্চ ইঞ্জিনের ফলাফল পাতায় প্রদর্শন করে। এই ক্রলার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে । বিষয় সমুহকে দুই ভাগে শ্রেনীবদ্ধ করা যায়।

অনপেজ বা ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমুহঅফপেজ বিষয়সমুহ

অনপেজ বা ওয়েবসাইটের ভিতরকার বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল

ওয়েবসাইটের টাইটেল বা নামওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন বা বিবরণওয়েবসাইটের ম্যাটা কিওয়ার্ড ট্যাগওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর টাইটেল বা নামওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর অল্ট ট্যাগওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর ক্যাপশনওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে অন্ত:সংযোগওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের বহি:সংযোগসংযোগকৃত শব্দ ইত্যাদি

অফপেজ বা ওয়েবসাইটের বাইরের বিষয়সমুহের মধ্যে উল্লেখযোগ্য হল

সোশ্যাল শেয়ার বা সামাজিক সাইটগুলোতে আলোচনাব্যাকলিংক বা অন্য ওয়েবসাইটের সাথে সংযোগের সংখ্যা ইত্যাদি

এই বিষয়গুলো নিশ্চিত করে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে দৃষ্টিগোচর করার কাজটিই এসইও'র মূল কাজ পরিগণিত হয়। এছাড়া, ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের কাছে সাবমিশন বা সমর্পণ,বিভিন্ন সম্ভাবনাময় ওয়েবসাইটে বিজ্ঞাপন স্থাপন বা আদান-প্রদান ইত্যাদির মাধ্যমেও এসইও কাজ করে থাকে। সম্প্রতি সার্চ ইঞ্জিনগুলো যেকোন ওয়েবপেজ বা ওয়েবসাইট এর সোশ্যাল প্লাটফর্ম এর অপর গুরুত্ব দিয়ে র‌্যাংক প্রদান করছে। এক্ষেত্রে যে ওয়েব পেজ বা সাইটের সোশ্যাল প্লাটফর্ম যত উন্নত সে সাইট সার্চ ইঞ্জিনের প্রথম দিকে থাকার সম্ভবনা তত বেশি।

Search engine optimisation in Bangladesh.
google.com url submission
yahoo.com url submission
bing.com url submission
Baidu.com url submission
pipilika.com url submission
chorki.com url submission